স্টাফ রিপোর্টার: সদর থানার এসআই ঈমান আলী জানান, এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে শহরের ইদ্রাকপুর এলাকার এবতেদিয়া হাফিজিয়া মাদরাসার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মাদরাসা শিক্ষার্থী আবু সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই মাদরাসা জামে মসজিদের ঈমাম সাইদুর রহমানের ছেলে।
আবু সাঈদ শহরের কাটাখালী এলাকার আদর্শ মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Spread the love
Follow us