আবু হানিফ রানা। মুন্সিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড এর অন্তর দিয়ে অতিবাহিত ধলেশ্বরী শাখা নদীর পূর্ব পাড়, পুর্ব শীলমন্দি এলাকার প্রায় কয়েক হাজার জনগন এর মুন্সিগঞ্জ পৌর সভার বা কোট কাচারী আসার একমাত্র যোগাযোগ মাধ্যম হল বাশেঁর সাঁকো এছাড়া বিকল্প কোন রাস্তা নেই।সরেজমিনে গিয়ে দেখা মুন্সিগঞ্জ শহরের অদূরে অবস্থিত ধলেশ্বরী শাখা নদীর পূর্ব পাড় পূর্ব শীলমন্দি (খাসকান্দি) এলাকার মানুষগুলো কত অসহায় ! এলাকার জনসাধারনের সাথে আলাপকালে তারা জানান আমাদের এলাকায় যখন নির্বাচন আসে তখনই দেখা যায় নেতাদের আনাগোনা এ ছাড়া কেউ কখনো আমাদের খোঁজ খবর নেয়নি।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মুন্সিগঞ্জে কত এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু কেউ ফিরে তাকায়নি। নির্বাচনের সময় বহু মিথ্যা আশ্বাস দিয়ে গেছে বড় বড় এম পি, নেতারা অথচ নির্বাচনের পরে আর আমাদের কেউ মনে রাখে না, আমাদের কমলমতি স্কুল পড়–য়া শিক্ষার্থীদের খুব ঝুকি নিয়ে এই বাঁশের সাঁকো ফেরিয়ে স্কুলে যেতে হয়। বর্ষা মৌসুমে অনেক ভয় থাকে তার ছোট ছোট বাচ্ছাদের স্কুলে পাঠাই ঝুঁকিপর্ণ অবস্থায় । কিছুদিন পূর্বে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা ও আমাদের মুন্সিগঞ্জ পৌর সভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিল্পব এসেছিল এবং আমাদের কে আশ্বাস ও দিয়েছেন যে আমাদের এলাকার রাস্তাঘাট ও ব্রীজ নির্মাণ করে দিবেন, আমরা আশা করি তারা আমাদের দিকে ফিরে তাকাবেন এবং আমাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন আমরা জেলা প্রশাসক ও মেয়র সাহেবের দীর্ঘয়ু কামনা করি।
মুন্সিগঞ্জ ভয়েস ডট কম
Follow us