Ultimate magazine theme for WordPress.

মুন্সীগঞ্জের নবনিযুক্ত পুুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম) এর মুন্সীগঞ্জের সাংবাদিকদের সাথে মত বিনিময়

37

কাজী বিপ্লব হাসানঃ মঙ্গলবার ৩১ ডিসেম্বর বেলা ১২ টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের সভা কক্ষে নবযোগদানকারী পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম) এর মুন্সীগঞ্জে জেলার প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন।
সদ্য যোগদানকারী পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম) এর সভাপতিত্তে¡ অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সদর সার্কেল, আশফাকুজ্জামান, ডি.আই.ও.ওয়ান- এ.কে.এম মিজানুর রহমান ও এছাড়াও সকল পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জের প্রেসক্লাবের সভাপতি , সাধারন সম্পাদক ও সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সাংবাদিকগন মুন্সীগঞ্জের মাদক-সন্ত্রাস সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। পরে নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম) সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, আমি আপনাদের অভিযোগের ভিত্তিতে বিষয়গুলির ব্যাপারে সার্বিক ব্যবস্থা গ্রহণের অবশ্যই প্রচেষ্টা নেব।
পরে উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

Comments are closed.