- আবু হানিফ রানা: (২২এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর ব্রীজের উপরন মুক্তার টু কুড়ি গ্রাম অন্তরা পরিবহন এর সাথে অটো গাড়ী মুখ মুখি সংঘর্ষ হলে দুলাল নামের যাত্রী নিহত হয় এবং ৪ আহত হয়,আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানায়, অন্তরা পরিবহন বাস ও অটো গাড়ী আটক করে মুন্সীগঞ্জ থানার হেফাজতে পাটানো হয়ছে। আহতরা সকলেই শহর আলী পাগলার মাজার থেকে কুড়ি গ্রাম যাওয়ার পথে এই দূর্ঘটনাটি, আহত আরকজনের অবস্থা আশংকাজনক।
Spread the love
Follow us