কাজী বিপ্লব হাসান: ঈদের পর মুন্সীগঞ্জে আবার ত্রাণ বিতরণ শুরু হয়েছে। করোনা মোকাবেলায় সরকারি মানবিক সহায়তা হিসেবে মুন্সীগঞ্জে জেলায় বরাদ্দকৃত ত্রাণ প্রান্তি বিতরণ চলছে।
মুন্সীগঞ্জেএই পর্যন্ত ১,৫৫,৭০০ পরিবারে মাঝে ১৫৬১ মে. টন চাল বিতরন করা হয়েছে। অন্যদিকে এ পর্যন্ত নগদ সরকারিভাবে ১কোটি ৬লাখ ৯৭ হাজার টাকা । ৭০,৫৬৯ পরিবারের মধ্যে বিতরন করা হয়। এদিকে, মুন্সীগঞ্জে এখনো প্রায় ৬শ’ ৯৯ টন চাল মজুদ আছে। বিতরণের জন্য নগদ অর্থ আছে প্রায় ৪১ লাখ ৩৮ হাজার টাকা। সাধাররণ জনগনের দাবি করোনাক্রান্তী সময়ে এইসব সাহায্য সাধারণ দুঃখি মানুষকে কিছুটা হলোও সহায়তা করবে। মুন্সীগঞ্জের উপর মহলের ব্যক্তিত্বের কাছে দাবি। এই মহামারির সময়য়ে গরিব দুখিদের পাশে থাকেন।
Follow us