আবু হানিফ রানা: গতকাল শনিবার বিকাল ৩ টার সময় সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মহন পোদ্দারের বাড়িতে একদল মাদক সেবী অনিাধিকার প্রবেশ করিয়া মোটা অংকের চাঁদা দাবি করে এবং টাকা না দেওয়ায় হুমকি প্রদান করে এলাকার মাদক সেবী আনার হোসেন মোক্কার ছেলে ইব্রাহিম (২৮) শাহাবুদ্দিনের ছেলে সুমন (৩০) আনু মিয়ার ছেলে শরিফ ((২৮) দুলাল পিতা অজ্ঞাত ও বিল্লাল মিয়ার ছেলে কাজল (২৯) বাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া প্রথমে ৫০ হাজার টাকা দাবী করে বলে মহন পোদ্দারের স্ত্রী হাসিনা বেগম জনান। পরে বিকাল ৫টার সময় হাসিনা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেন। তিনি বলেন আমাদের এলাকায় প্রতিনিয়তই মাদক সেবীরা সাধারন মানুষের উপর এভাবেই অত্যাচার করে থাকে কেউ তাদের বিরোদ্ধে ভয়ে মুখ খুলতে চায়না, কারন ওরা খুবই প্রভাবশালী । আমি এবং আমার পরিবার এখন সম্পন্ন নিরাপত্তা হীনতায় রয়েছি কারন ঐ মাদকসেবিরা যে কোন সময় আমাদের প্রাণ নাশ ঘটাতে পারে তাই মুন্সীগঞ্জ থানায় সুবিচার পাওয়ার আশায় অভিযোগ দায়ের করিলাম।
Follow us