কাজী বিপ্লব হাসান: “বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে ৪৯ তম জাতীয় সমবায় দিবস-২০২০ পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে উক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এম.পি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি এডভোকেট মৃণাল কান্তি দাস। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখে অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল রায়হান, জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ, জেলা সমবায় অফিসার মো: আবু জাফর মিয়া, উপজেলা সমবায় অফিসার ফেরদৌসী বেগম, বিক্রমপুর সমবায় ব্যংকের জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর ও সমবায় সমিতির সদস্য নার্গিস আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সমবায়ের উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলকে আহŸান জানান প্রধান অতিথি মৃণাল কান্তি দাস।
মুন্সীগঞ্জে সর্বমোট ১৮৬৯ টি সমবায় সমিতি রয়েছে।
মুন্সীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
Spread the love
Follow us