মুন্সীগঞ্জে ট্রাফিক ইউনিটের কেরাম প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত
আবু হানিফ রান: মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ ইউনিটের কেরাম প্রতিযোগিতা ২০১৮ ফাইনাল খেলা অনুষ্ঠিত গত রবিবার রাত ঘটিকার সময় মুন্সীগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ব্যারাকে। খেলাটি শুরু হয় প্রথম রাউন্ড রবিন লীগের খেলার মধ্য দিয়ে। পরে সেমি ফাইনাল (নক আউট) ১ম রাউন্ড শিমুল বনাম পলাশ আর ১ম রাউন্ডে পলাশকে হারিয়ে শিমুল বিজয়ী হয়। ২য় রাউন্ডে শাপলা বনাম ডালিয়া এবং শাপলাকে হারিয়ে ডালিয়া বিজয়ী হয়।
পরে ২৯ এপ্রিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ,ফাইনাল খেলায় অংশ গ্রহন করে ডালিয়া বনাম শিমুল। ফাইনাল খেলায় শিমুল চ্যাম্পিয়ান এবং ডালিয়া রানার্সআপ হয়। ৩য় স্থান অধিকার করে শাপলা ,৪র্থ স্থান অধিকার করে পলাশ। এই খেলায় অংশ নেন টি আই প্রশাসন শেখ শাহাদাত আলী, ( শহর ও যানবাহন ) টি আই কাউছার ই আলম, টি আই কামরুল ইসলাম বেগ,টি আই সাজ্জাদ কবির, টি আই কাজল, সার্জেন্ট শোভন, এটি এস আই হান্নান, কনেস্টেবল ফরিদ। বিজয়দের মাঝে আকর্শনীয় পুরুস্কার বিতরন করা হয়।
মুন্সিগঞ্জ ভয়েস