মুন্সীগঞ্জে নব নিয়োগকৃত ৭৮ পুলিশ সদস্যদের ট্রেনিং এ পাঠানো উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার
আবু হানিফ রানা। বৃহস্পতিবার (৩ মে ) বিকাল ২ টায় জেলা পুলিশ লাইন্সে মুন্সীগঞ্জ জেলায় নব নিয়োগকৃত সাধারন কোটায় পুরুষ সদস্য ৫৬ জন ,মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ ৮ জন , আনসার ২ জন ,পুলিশ পস্য কোটায় ২ জন,সাধারন নারী পুলিশ কোটায় ৯ জন,এতিম কোটায় ১ জন, মোট ৭৮ জন মুন্সীগঞ্জ জেলা পুলিশের নিয়োগে নিয়োগ পায়, আর তাদেরকে আগামী ৪ মে ২০১৮ ইং তারিখে পিটিসি রংপুর এবং আর আর এফ সিলেট ট্রেনিং এ পাঠানো হবে সেই উপলক্ষে তাদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুািলশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল কাজী মাকসুদা লিমা, সিরাজদীখান সার্কেল সহকারী পুলিশ সুপার আসাদুজ্জান, এ এসপি হেডকোয়াটার্স রাজিবুল ইসলাম,ওসি ডিবি ইউনুচ আলী, টি আই শেখ শাহাদাত আলী, টি আই কামরুল ইসলাম বেগ. এড,লাবলু মোল্লা । পুলিশ সুপার তাদের ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানান।
মুন্সিগঞ্জ ভয়েস ডট কম