আবু হানিফ রানাঃ মুন্সীগঞ্জ সদর থানার পঞ্চসার ইউনিয়নের পুরাতন সরদার পাড়ার মৃত কাদির মিয়ার ছেলে রেজাউল ইসলাম নিজাম (২২) কে একই ইউনিয়নের মালিপাথর এলাকার আলিম উদ্দিনের ছেলে আকাশ (২৫) মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ধারালো ছুরি দ্বারা এলোপাথারি আঘাত করে গত ৬ এপ্রিল, পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয় এবং গত ৮ এপ্রিল বিকালে নিজাম মৃত্যুবরন করে
ঐ দিনই রাতে মুন্সসীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আস্র সহ আসামি
মামলা রুজ্জুর ১২ ঘন্টার মধ্য ৯ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন এর নেতৃত্বে একটি অফিসার্স ফোর্স অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী (২৫) কে গ্রফতার করে। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান বলেন, মামলার প্রধান আসামী আকাশ (২৫) কে গ্রেফতার ও তার হেফাজত থেকে হত্যাকান্ডে ব্যবহ্রত রক্তমাখা ছুরি উদ্বার করা হয়েছে।
Spread the love
Follow us