মুন্সীগঞ্জ চরাঞ্চলের পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত রিংকুর সহযোগী রিকসনকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্সীগঞ্জ আধারা ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামে ৯ ফেব্রুয়ারি শুক্রবার ফারুক দেওয়ানের মেয়ে ইমু আক্তারের বিয়েতে সন্ত্রাসী রিকসন তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালালে কাইল্লা সরকারসহ আহত হয় ৫জন। এব্যাপারে কাইল্লা সরকারের ছেলে বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় রিকসন কে প্রধান আসামি করে একটি অভিযোগ দাখিল করে। দাখিল করার অভিযোগের ভিক্তিতে রিকসন কে নিজ বাড়ি থেকে মুন্সীগঞ্জ সদর এসআই ইলিয়াস রিকসন কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। রিকসনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানা ও আদালতে ৪টি মামলা রয়েছে। ১০ ফেব্রুয়ারি শনিবার রিকসন কে গ্রেফতার করেন। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ সত্যতা স্বীকার করেন।
Follow us