আবু হানিফ রানা: ১লা মে মহান মে দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালী, জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে সরকারী কর্মকর্তা, কর্মচারী ছাড়াও, শত শত শ্রমিকের অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালীর শুভযাত্রা করে জেলা প্রশাসনের কার্যালয় হতে, শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা চত্বরে শেষ হয়। পরে মে দিবসের তাৎপর্য তোলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, ডিডিএল জি ছালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, এম এ কাদের মোল্লা, জেলা শ্রমিকলীগের সভাপতি এটি এম দেলোয়ার হোসেন,জেলা সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এড.গোলাম মাওলা তপন প্রমূখ।
মুন্সিগঞ্জ ভয়েস ডট কম
Follow us