মুন্সীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে ৫জন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। ৯ ফেব্রুয়ারি শুক্রবার সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের ফারুক দেওয়ানের মেয়ের বিয়েতে বেলা ৩টায় একই গ্রামের সন্ত্রাসী আলমগীর বেপারির ছেলে সন্ত্রাসী রিকসন দলবল নিয়ে লোহার রড দিয়ে পিটাতে থাকে। এতে কাইল্লা বেপারি (৭০) সহ ৫জন আহত হয়। কাইল্লা বেপারি কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তী করা হয়েছে বাকি ৪জন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেওয়া হয়েছে। এব্যাপারে কাইল্লা বেপারির ছেলে মহাসিন বাদি হয়ে রিকসন কে প্রধান আসামি করে ৬জনের বিরুদ্ধে লিখত অভিযোগ দাখিল করে মুন্সীগঞ্জ সদর থানায়। এব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ অভিযোগের সত্যতা স্বিকার করে আসামি দের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে আলমগীর ও তার ছেলের সাথে একাধিক বার সেলফোনে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায় নি।
Follow us