মুন্সীগঞ্জে র্যাব ১১ সিপিসি (১) এর বিষেশ অভিযানে ১হাজার ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
আবু হানিফ রানা : সোমবার (১৬ এপ্রিল) মুন্সীগঞ্জ র্যাব ১১ সিপিসি (১) এর একটি ট্রিম বিষেশ অভিযান চালিয়ে গোপন সংবাদের মুন্সদীগঞ্জ সদর থানার চম্পাতলা এলাকার শেখ বাড়ী থেকে মৃত আকবর শেখের ছেলে মাদক সম্রাট সোহাগ শেখ (২৫) কে ১হাজার ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেন এবং র্যাব ১১ সিপিসি ১ এর কর্তব্যরত এস আই মোকারম হোসেন খান ১৬ এপ্রিল সকালে বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হয়েছে