কাজী বিপ্লব হাসান : করোনা ভাইরাসে আক্রান্ত কিনা দেখার জন্য মুন্সীগঞ্জে সোয়াব টেস্ট করবে স্বাস্থ বিভাগ। শরীরে উপসর্গসহ আনুষঙ্গিক বিষয়সমূহ মিলে গেলে নাক ও গলা থেকে শ্লেষা সংগ্রহ করে পাঠানো হবে ঢাকার পাবলিক হেলথ ইনস্টিটিউটসহ কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষাগারে। জেলার সকল হাসপাতাল সোয়াব টেস্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহন করা আছে। জেলার চিকিৎসকরা এই ব্যপারে প্রশিক্ষণ গ্রহন করেছেন। চিকিৎসকরা উপসর্গ দেখে এই সোয়াব টেস্টের সিদ্ধান্ত গ্রহন করবেন। গত সন্ধায় এই পরিক্ষা শুরুর তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। শ্রীনগর উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, করোনা ভাইরাসে সন্দেহভাজনদের সোয়াব টেস্টের জন্য অংশগ্রহনকারীদের সংখ্যা বৃদ্ধি করে আবার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এছাড়া সন্দেহভাজনদের সোয়াব টেস্টের জন্য পিপিই থাকা বাধ্যতামূলক। এটি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা প্রয়োজন। যাতে নিরাপদ ভাবে টেস্ট করা যায়। গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান জর, ঠান্ডা ও কাশির কারণে হোম কোয়ারেন্টিনে ছুটিতে আছেন। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের ঢাকায় প্রেরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেছেন, করোনা ভাইরাস পরীক্ষার জন্য সন্দেহভাজনদের সোয়াব নেওয়া হবে। যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যরম জানা যাবে করোনা পজিটিভ নাকি নেগিটিভ। কোনও এলাকায় যদি হাম হয় তাহলে সেখান কারও এ রকম নমুনা নিয়ে পরীক্ষা করা হবে। ঠিক তেমনি ভাবে এটি করা হবে। সন্দেহভাজন কেউ মিললে তার থেকে নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হবে ঢাকায়। টেস্টটিউব নিয়ে ব্যাগে করে নিরাপদভাবে যাবে পাবলিক হেলথ ইনস্টিটিউট, সেখানে পরীক্ষার মাধ্যমে জানা যাবে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। চিকিৎসক যদি মনে করেন তার সোয়াব টেস্ট করা প্রয়োজন এবং আইইডিসিআর সিদ্ধান্ত গ্রহন করে তাহলেই পরীক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমীক পর্যায়ে উপজেলা পর্যায়ে ল্যাব টেকনিশিয়ানদের অনলাইনে একটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মুন্সীগঞ্জে কারও নমুনা সংগ্রহ করে এখনও সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়নি। তিনি আরে বলেন, মুন্সীগঞ্জে এখনও কোন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত নেই। আমাদের চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই আছে বলে জানান তিনি।
মুন্সীগঞ্জে সন্দেহভাজনদের সোয়াব টেস্ট করবে স্বাস্থ্য বিভাগ।
Spread the love
Follow us