মুন্সীগঞ্জে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহতি করনের লক্ষে আলোচনা সভা
আবু হানিফ রানা: সোমবার (৩০ এপ্রিল) সকাল ১১ টার সময় মীরকাদিম পৌর সভায় মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ও মীরকাদিম পৌরসভার সহযোগিতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহতি সম্পৃক্ত করনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মীরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসাইন,মীরকাদিম পৌরসভার সকল কাউন্সিলর,সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,আওয়ামীলীগের নেতা কর্মীসহ এলাকার সচেতন মহলের লোকজন। এসময় প্রধান অতিথি বর্তমান সরকারের ৯ বছরের উন্নয়নের কথা তুলে ধরেন।