কাজী বিপ্লব হাসান: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলার কেওয়াটখালি এলাকার চেয়ারম্যান বাড়ির বিপরীত পাশে এই দুর্ঘটনাটি ঘটে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সঞ্জয় কুমার জানান, ২ জন আরোহী একটি মোটরসাইকেলে চেয়ারম্যান বাড়ির সামনে থেকে ঢাকার দিকে ঘোরার সময় মাওয়াগামী একটি ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দেয়, এ সময় মোটরসাইকেলে থাকা ২ আরোহী ঘটনাস্থলেই মারা যান।
ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসাইন জানান, মোটরসাইকেল চালক তুহিন শিকদার পিতা মালেক শিকদার, গামের বাড়ী শ্রীনগরে, আরোহী বাদশা হোসেন, পিতা-মীর হোসেন, গ্রামের বাড়ী ঢাকা শ্যামপুরে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তুহিন শিকাদার (৪০) ও আরোহী বাদশা হোসেন মিঠু (৫০) নিহত হয়। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
শ্যালক তুহিন শ্রীনগর এলাকার মালেক শিকাদারের ছেলে। আর তার বোনজামাই বাদশা হোসেন রাজাধানী ঢাকার শ্যামপুর এলাকার মৃত মীর হোসনের ছেলে।
মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় শ্যালক দুলাভাই নিহত
Spread the love
Follow us