মুন্সীগঞ্জে হামদ নাত কেরাত ও গজল প্রতিযোগিতা
আবু হানিফ রানা,মুন্সীগঞ্জ: শনিবার ১৪ই জুলই সকাল ১০ টা থেকে
মুন্সীগঞ্জ শহরের প্রান কেন্দ্রে অবস্থিত পতাকা ৭১ প্রাঙ্গনে জেলার
অর্ন্তগত ৬ টি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে হামদ নাত কেরাত গজল
প্রতিযোগিতা অনুষ্টিত হয় । প্রতিযোগিতায় হামদ নাত কেরাত এ
৫০ জন ও গজলে ৫০ জন,মোট ১শত শিক্ষার্থী অংশ গ্রহন করেন। জেলা
প্রশাসনের আয়োজনে উক্ত প্রতিযোগিায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা,বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি
মোঃ রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ হারুন অর
রশিদ, মুন্সীগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক
মতিউল ইসলাম হিরু,সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাছির উদ্দিন
উজ্জল, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন মাদ্রার শি·ক
,শিক্ষার্থীবৃন্দ।পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন
করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সায়লা ফারজানা।
তারিখ ১৪-৭-১৮