মুন্সীগঞ্জে ১ মন জাটকা জব্দ
আবু হানিফ রানা : মুন্সীগঞ্জের সদর উপজেলার চিতলিয়া বাজার এলাকা থেকে ১ মন জাটকা জব্দ করা হয়। এবং দুই ব্যাবসায়ীকে জরিমানা করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিসর এ অভিযানে পরিচালনা করে।
মুন্সীগঞ্জ সদর মৎস্য কর্মকর্তা নাছির উদ্দিন জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চিতলিয়া বাজারে মাছ বিক্রি অবস্থায় দুই বিক্রেতাকে আটক করা হয়। এবং পরবর্তী মো. শাহাজাহান (৪০) ও মো. রাসেলকে (২৯) পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে ৪০ কেজি জাটকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীর তীরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহানের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং জাটকা গুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।