আবু হানিফ রানা: শনিবার (১২ মে ) মুন্সীগঞ্জ শহরের জিরো পয়েন্টে অবস্থিত মুন্সীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় । উক্ত ম্যানিজিং কমিটির নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১৩১৮ জন, কাষ্ট ১০৬৬জন, নির্বাচনে প্রার্থীতা করছেন অভিভাবক প্রতিনিধি সাধারন শাখায় ৭ জন। আর নির্বাচনী নিতিমালা অনুসারে নির্বাচিত হবেন ৪ জন ।
এই কমিটির বিনা প্রতিদ্বন্দিতায় যারা নির্বাচিত হলেন তারা হল, দাতা সদস্য এ.জে.এম ইনামূল ইসলাম, মহিলা প্রতিনিধি অহেলা, শিক্ষক প্রতিনিধি- আক্তার জাহান (সংরক্ষিত) মোঃ শফিউল্লাহ,মফিজুর রহমান। বর্তমানে এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল। নিরাপত্তার দ্বায়িত্বে রয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার সিনিয়র উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
অভিবাবক প্রতিনিধি হিসেবে যারা নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম স্থান অধিকার করেছেন, মিরাজুল ইসলাম (দেয়াল ঘড়ি) ২২৮ ভোট, দ্বিতীয় স্থান দেলোয়ার হোসেন (আনারস) ২১৮ভোট, তৃতীয় স্থান আবুল হোসেন প্রতীক ( ছাতা), ২১৫ ভোট, চতুর্থ স্থান মো: মইনুদ্দিন চেয়ার) ২০২ ভোট।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।
এই নির্বাচন কে কেন্দ্র কেন্দ্রের সামনে ছিল উপছেপড়া ভীর । ভোটারের উপস্থিতি সন্তোষজনক, পরিবেশ সুন্দর ও মনোরম ,
মুন্সিগঞ্জ ভয়েজ ডট কম
Follow us