মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
আবু হানিফ রানা। রোববার (৬ মে) সকাল ১০ টায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় মুন্সীগঞ্জ জেলা আইন শৃংখলা বাহীনির প্রধান পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর সভাপতিত্বে
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল কাজী মাকসুদা লিমা, সিরাজদীখান সার্কেল এ এসপি আসাদুজ্জামান , এ এসপি হেডকোয়াটার্স রাজিবুল ইসলাম, ডি আইও (২) গোলাম রসুল,ওসি (ডিবি) ইউনুচ আলী , ওসি সদর থানা আলমগীর হোসাইন,গজারিয়া থানার ওসি হারুন অর রশিদ, টংগীবাড়ি থানার ওসি ইয়ারদৌস হাসান,সিরাজদীখান থানার ওসি আবুল কালাম, লৌহজং থানার ওসি মোঃ লেয়াকত হোসেন,শ্রীনগর থানার ওসি আলমগীর হোসেন,টি আই প্রশাসন শেখ শাহাদাত আলী, টি আই কামরুল ইসলাম বেগ,সদর থানার ওসি তদন্ত গাজী লিটন,সদর ফাড়িঁর আইসি মঞ্জুর মোর্শেদ,হাতিমারা তদন্ত কেন্দ্রের আইসি জিল্লুর রহমানসহ অফিসার্স ফোর্স।
সময় জেলা পুলিশের সকল বিষয়ে কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন পুলিশ সুপার এবং ভাল কাজের উপর পুরস্কার প্রদান করেন। অপরাধ ও ক্রাইমের উপর ভাল কাজের জন্য পুরস্কার পান সদর থানার ওসি আলমগীর হোসাইন,
গজারিয়া থানার ওসি হারুন অর রশিদ, ওসি টংগীবাড়ি,ইয়াদৌস হাসান,ওসি শ্রীনগর আলমগীর হোসাইন,ওসি সিরাজদীখান আবুল কালাম,ওসি লৌহজং লেয়াকত হোসেন,টি আই প্রশাসন শেখ শাহাদাত আলী,জেলায় শ্রেষ্ঠ এস আই হিসেবে সিরাজদীখান থানার এস আই আব্দুস সবুর খান,টি এস আই জামাল হোসেন।
মুন্সিগঞ্জ ভয়েস ডট কম