মুন্সীগঞ্জ জেলা শিল্পকলায় থ্রীয়েটার সার্কেল এর উদ্দ্যেগে ৪ দিনব্যাপী নাঠকের তৃতীয় দিনের প্রধান অতিথি পুলিশ সুপার।
আবু হানিফ রানা : শুক্রবার (২৭ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে মুন্সীগঞ্জ থ্রীয়েটার সার্কেলের একক আয়োজনে ৪ দিন ব্যাপী নাঠ্য উৎসবের তৃতীয় দিনে অশিস দাসের নির্দেশনায় ভারতের সেরা অভিনেত্রী গোবর ডাঙ্গা নকশার একক অভিনীত “কোনো গৃহবধু” নাঠক অনুষ্টিত হয়,উক্ত নাঠ্য মঞ্চে জেলা সম্মেলীত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সাব্বির হোসেন জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম,বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,এডি সি জেনারেল হারুন অর রশিদ,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. নাছিরুজ্জামান,আইনাল হক স্বপন,সম্মলীত জোটের সাবেক সভাপতি খালেদা খানম।