স্টাফ রিপোটারঃ শনিবার (২১ এপ্রিল) সকাল ১১ সময় থানাপুল মোড় অভিযান চালিয়ে ইজিবাইক ও একটি মটর সাইকেল আটক করেন টি আই কাউছার ই আলম, ট্রাফিক পুলিশের টি আই প্রশাসন শেখ শাহাদাত আলী জানায় এই গাড়িটি সোনালী ব্যাংকে কর্মরত এক কর্মকর্তার কাছ থেকে উদ্বার করা হয়, গাড়ীতে প্রেস লেখা আছে,গাড়ীর কোন কাগজপত্র নাই, মনে সাংবাদিক পরিচয় দিয়েই পুলিশের চোখে ফাঁকি দিয়ে দেদারছে মটর সাইকেল টি চালাচ্ছে গাড়ীর নাম্বার টি হল ঢাকা মেট্রো এল এ ২৭- ০৮২৬ গাড়ীর নাম্বারটি যাছাই করা হচ্ছে,নাম্বারটি সটিক কিনা পরে বলা যাবে, উক্ত গাড়ীটি থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
Spread the love
Follow us