আবু হানিফ রানাঃ বৃহস্প্রতিবার (২৯ মার্চ) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ জেলা পুরাতন কাচারী চত্তর যানঝট মুক্ত করার লক্ষে গোল চত্তর করার জন্য পৌরসভা ও জেলা পলিশ সুপারে উর্দ্দে গ্রহন করা হয়। শহর দিন বদলের সাথে সাথে গাড়ীর সংখাও বেড়ে চলছে। সকাল হতে না হতেই চলে হরেগঙ্গা কলেজ, মুন্সীর হট রাস্তা, জেলা জজ কোর্ট এবং পুরাতন কাচারীর পশ্চিম দিকে ১ কিঃ মিঃ মাঝে রয়েছে (কোর্টগাও) ৪ টি মাধ্যমিক বিদ্যালয় ১টি মেয়েদের কলেজ ও একাধিক মসজিদ। যাতায়াতের জন্য যানচলাচল ও লোক চলাচলের তুলনায় রাস্তা খুব একটা বেশি নয়। যার কারণে সারাক্ষণ চলে এই পৌরসভা চত্বর গাড়ীর ঝট। ছোট শহরের তুলনায় অনেক অফিস আদালত রয়েছে এই চত্বরকে ঘিরে। তাই আমাদের সুযোগ্য মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। এতদিন পর হলেও যানঝট নিরসনের একটা নতুন উদ্যোগ সফলতার দিকে আসবে বলে মনে করেন এই সড়কে চলাচলকারী যাত্রীরা।
এ বিষয় মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, আমরা মানুষের জন্যই রাজনীতি করছি। মানুষের ভালো মন্দ দেখা ও সুন্দর পরিবেশ করার বিষয়টি আমাদেরই দেখতে হবে। যে হারে যানবাহন বাড়ছে যানঝট হওয়াটাই স্বাভাবিক তবে এর পিছনে আমাদের একটু সু-নজর থাকলেই পৌর নাগরিকরা চলাচলে সুবিধা পাবেন সাধারণ জনগণ। যে খানেই সমস্যা সেখানেই আমাদের লোক ও আমার উপস্থিতি জনকল্যাণে থাকার অঙ্গিকার করছি। তাই পৌর নাগরিকের পাশে আছি এবং থাকবো।
মুন্সিগঞ্জ ভয়েজ ডট কম
Follow us