Ultimate magazine theme for WordPress.

মুন্সীগঞ্জ সদরের অসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

39

কাজী বিপ্লব হাসান: সাংবাদিকের সাথে সদর থানার নবাগত ওসির মতবিনিময় সভা ,মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাংবাদিকদের সাথে শনিবার  সন্ধ্যা সাড়ে ৭ দিকে সদর থানার অফিসার ইনচার্জের কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি (অপারেশন) শেখ মো. আবু হানিফ, সদর থানার সেকেন্ড অফিসার মো. মফিজুল ইসলাম, জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ জেলা সভাপতি সামসুল হুদা হিটু, সহ-সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক কাজী বিপ্লব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,  যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাদবর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক  নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।  মতবিনিময় সভায় মাদক, নারী ও শিশু নির্যাতন বাল্যবিবাহ দুর্নিতি বন্ধের সহ অন্যান্য বিষয় আলোচনা হয়।  নবাগত ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান এবং মিলেমিশে কাজ করবে বলে আশ্বাস দেন।

 

Comments are closed.