মুন্সীগঞ্জ সদর থানায় পবিত্র রমাজানে প্রতিদিনের ইফতারির আয়োজন
আবু হানিফ রানাঃ মুন্সীগঞ্জ সদর থানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে থানার সকল অফিসারদের যৌথ উদ্দ্যগে প্রতিদিনই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিদিনের ন্যায় ২ জুন শনিবার ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, ওসি তদন্ত গাজী সালাউদ্দিন, ওসি অপারেশন জাহাঙ্গীর হোসেন খান, সিনিয়র উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন, এস আই সুমন, এস আই জাফর আহম্মেদ, এস আই সালাম, এস আই ইব্রাহিম, এস আই সাচ্ছু, এস আই আইয়ুব আলী, এস আই গোলাম কিবরিয়া, এস আই সাইদুর রহমান, এস আই রেজাউল করিম, এস আই ইলিয়াছ, এস আই ঈমাম হোসেন, এস আই আলিমুর রাজী, এ এস আইসহ সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ ভয়েস ডট কম