মু্ন্সিগঞ্জ ভয়েজ: মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামশিং গ্রামে মুক্তিযোদ্ধা ইয়াদ আলী মেম্বারের নাতী মেহেদি হাসান অভি(১৮) পিটিয়ে আহত করেছে সন্ত্রাসী চক্ররা। আহত মেহেদী হাসান অভিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রকার সকালে ক্রিকেট খোলাকে কেন্দ্র করে সিহাদ ও ঈসমাইলের সাথে হাতা-হাতি হয় । পরে বিকালে এলাকার মাদবরা ও গুরুজনরা মিমাংশা করে দেয়।
শনিবার সকালে বাজারে যাবার পথে রামশিং ব্রীজের সামনে, পিছন থেকে ইসমাহিল ও সিহাদ (উভয়ের)মাথায় বাশঁ দিয়ে যখম করে। মেহেদিও চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: আলগীর হোসেন জানান, রামশিং গ্রামে মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার কামাল ইয়াদ আলী নাতী মেহেদীর সাথে একই এলাকার সিহাদ ও ইসমাহিলের সাথে শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাতা হাতি হয়। মেহেদি হাসান অভি সকালে বাজারে যাবার পথে রামশিং ব্রীজের সামেন আসলে পিছন থেকে বাশঁ দিয়ে মাথায় আঘাত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Follow us