শিশু একাডেমিতে ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কাজী বিপ্লব হাসান: ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ২০২০ উদ্যাপন উপলক্ষে মুন্সীগঞ্জ শিশু একাডেমিতে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে সকাল ১০টায় আলোচনা সভা, ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে জেলা শিশু একাডেমি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর ইসলাম হিরো, বিশিষ্ট চিত্রাঙ্কন শিল্পী সেন্টু সরকার, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর নারগিস আক্তার, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ ও ক্রীড়া সংগঠক আয়নাল হক ¯^পন। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে ৬জন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে ৯জন সর্বমোট ১৫জন প্রতিযোগিতায় বিজয়ী হয়। প্রধান অতিথি দীপক কুমার রায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Comments are closed.