সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ কমিটি গঠন
বিশ্বনাথ তালুকদার আহ্বায়ক মো:মাহবুবুর রহমান সদস্য সচিব।
কাজী বিপ্লব হাসান : মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক বিশ্বনাথ তালুকদারকে আহŸায়ক এবং কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো: মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত প্রধান শিক্ষকদের এ সভায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কেন্দ্রিয় কমিটির আহŸায়ক নৃপেন্দ্র চন্দ্র দাস প্রধান অতিথি যুগ্ম আহŸায়ক শেখ মো: ফেরদাউস হেলাল,জেলা আহŸায়ক আলাউদ্দিন দেওয়ান,সদস্য সচিব মহিউদ্দিন আল মামুন বিশেষ অতিথি ছিলেন। রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন একেএম মাসুদউর রহমান, মাদ্রাসা সুপার দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম,নাজমুন নাহার প্রমুখ। নব-গঠিত আহ্বায়ক কমিটিতে আ: মান্নান,মো: হাসান তালুকদার, জগদীশ চন্দ্র সরকার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।
সভায়,বিদ্যালয় পরিচালনায় অযাচিত হস্তক্ষেপ,বন্ধ বেতনক্রম বৈশম্য নিরসন, সহ বিভিন্ন দাবী উলথাপন করা হয়। এছাড়া প্রধানশিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্বিতে পারস্পরিক যোগাযোগ বৃদ্বির উপর গুরুত্ব আরোপ করা হয়।
Follow us