সাজ্জাত হোসেনঃ সারা বিশ্ব জুড়ে মরণব্যাধি ভাইরাস কোভিড-১৯ এর আতঙ্ক বিরাজ করছে। ইতালী,স্পেন,আমেরিকার মত বড় বড় রাষ্ট্র গুলো মৃত্যু নগরীতে পরিনত হয়ে যাচ্ছে। সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে করোনার ছোবলে। বিভিন্ন দেশ জরুরী অবস্থার কথা ঘোষনা করে মানুষকে লকডাউনে থাকতে বলা হয়েছে। বাংলাদেশের মানুষও আজ নিজেদের তথা দেশের কথা চিন্তা করে গৃহে বন্দি আছে।রাজধানিসহ দেশের বিভিন্ন এলাকার অলি-গলিগুলো আজ ফাঁকা। কোথাও কেউ নেই। দেশের অর্থনৈতিক অবস্থাও থমথমে বিরাজ করছে।এমন পরিস্থিতে দেশোর খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা পরেছে বিপাকে।ঘরে চাল নেই ডাল কোন খাবার নেই কত কষ্টে অনাহারে তাদের দিন গুণতে হচ্ছে। এমন দুর্যোগময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসছে মানবতার কল্যাণে।মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার উত্তর কেওয়ার গ্রামের কয়েকজন যুবক এ দুর্দিনে মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন যা প্রশংসনীয়। তাদের গড়া সোনালি প্রভাত কল্যাণ সংঘের উদ্যাগে সদর উপজেলার উত্তর কেওয়ার গ্রামে প্রায় ৩৫ টি পরিবারকে খাবার সামগ্রী বিতরন করেন। সংগঠনের সভাপতি জনা মোঃ ইলিয়াস বলেন, প্রথম ধাপে আমাদের গ্রামের ৩৫ পরিবারের মধ্যে খাদ্য পণ্য বিতরণ করা হলো।দ্বিতীয় ধাপ শুক্র অথবা শনিবারে আবার তালিকা করে খাবার দেয়া হবে ইনশাআল্লাহ। খাদ্য দ্রব্যে যা যা ছিলঃ১০ কেজি চাল১ কেজি সয়াবিন তেল১ কেজি ডাল১ কেজি পিয়াজ২ কেজি আটা১ টি সাবান। তিনি আরো বলেন, দেশের এই দুর্যোগময় মুহূর্তে দেশের সকল মানুষকে কম বেশি সাহায্য করা উচিত। দরিদ্র মানুষদের পাশে দাড়াঁনো উচিত। তাদের এই কার্যক্রম চলমান থাকবে। খাবার বিতরনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ তুষার শিপু, সালাউদ্দিন,সুজন মিজি,দীন ইসলাম নিপুসহ প্রমুখ।
ReplyForward |
Follow us