Ultimate magazine theme for WordPress.

‘হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ “মুন্সীগঞ্জে এডভোকেসী সভা”

36

কাজী বিপ্লব হাসান: আগামী ১৮ই মার্চ থেকে ১১ই এপ্রিল পর্যন্ত সারাদেশে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন পালিত হবে। এই টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ ৫ই মার্চ ২০২০ইং জেলা সিভিল সার্জন অফিসের ৩য় তলা কনফারেন্স রুমে এক এডভোকেসী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত এডভোকেসী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন বণিক, জেলা বিএমএ এর সভাপতি ডা: আক্তার হোসেন বাপ্পী, জেলা তথ্য অফিসার মনির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা: আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রব মিয়াসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত স্বাস্থ্যকর্মী, ব্র্যাককর্মী ও ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ। সভায় হাম-রুবেলা বিষয়ক ফিচার পাঠ করেন জেলা সার্ভিলেন্স ইমোনাইজেশন অফিসার ডা: সাবেনুল ইসলাম।
হাম ও রুবেলা ভাইরাস জনিত দুটি মারাত্মক সংক্রামক রোগ। হাঁচি ও কাশির মাধ্যমে দ্রুত এই রোগ বায়ু দ্বারা ছড়াতে পারে। শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি দেখা যায়। হামের জটিলতার মধ্যে নিউমোনিয়া , ডাইরিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতা অন্যতম। সভায় এই দুটি রোগের কারণ ও জটিলতা সম্পর্কে আলোচনা করা হয়। ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকেই এই টিকা দেওয়া হবে। স্কুল পড়–য়া ৪র্থ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের এই টিকা দেওয়ার আওতায় আনা হবে। ৩ সপ্তাহ ব্যাপী এই টিকাদান কর্মসূচী চলবে। মুন্সীগঞ্জের ৬টি উপজেলাতে প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার ২০৪জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার কর্মসূচি গ্রহন করা হয়েছে।

Comments are closed.