কাজী বিপ্লব হাসান: ৯১ জন বৃদ্ধি পেয়ে গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত প্রবাসীদের মুন্সীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সংখ্যা দাড়িয়েছে ৫১৪ জনে। তবে বিদেশ ফেরত বিশাল একটি অংশ জেলা প্রশাসনের তত্ত¡াবধানের বাইরে থাকায় তাদের অবস্থান সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরের ইমিগ্রেশনের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ৯ হাজার প্রবাসী ইমিগ্রেশন ক্রস করে দেশের ভিতরে ঢুকেছেন। এই ৯ হাজার প্রবাসীর বাড়ী মুন্সীগঞ্জ জেলায়। যেহেতু গতকাল সোমবার বিকেল পর্যন্ত ৫১৪ জন বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টিনে থাকলেও বাকী সাড়ে ৮ হাজার বিদেশ ফেরত প্রবাসীরা কোথায় অবস্থান নিয়েছে, তা একণও নিশ্চিত হওয়া যায়নি। জেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তঅর ধারণা, ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী ৯ হাজার প্রবাসীর মধ্যে অর্ধেক প্রবাসী (সাড়ে ৪ হাজার প্রবাসী) টাকা কিংবা অন্যস্থানে অবস্থান করলেও বাকী অর্ধেক (সাড়ে ৪ হাজার প্রবাসী) নিজ জেলা মুন্সীগঞ্জে এসেছে কিনা বা তারা এখন কোথায় অবস্থান করছে-তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এসব প্রবাসীরা বর্তমানে ঠিকানা পরিবর্তন করেছে কিনা এসব বিষয় গুলো খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ৯ হাজার প্রবাসী মুন্সীগঞ্জ জেলার হওয়ায় জেলার ৬টি থানার আবাল, বৃদ্ধা, বনিতাসহ সর্বশ্রেণীর মানুষের মাঝে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। তাছাড়া সদর উপজেলার বেশীরভাগ প্রবাসীই হচ্ছে ইতালী ফেরত আর এই কারণেই এখানে আতঙ্ক ও উৎকন্ঠা বেশী বিরাজ করছে।
৯ হাজার ইমিগ্রেশন ক্রস করা প্রাবাসীর বাড়ী মুন্সীগঞ্জ জেলায় হওয়ায় সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে
Spread the love
Follow us