ঢাকা-মাওয়া মহাসড়কে পিকাপ ভ্যান ও রিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

  1. তুষার আহাম্মেদ –  মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে পিকাপ ভ্যান ও রিকশার মুখোমুখি সংঘর্ষে শাওন মন্ডল নামে (৮) বছর বয়সী শিশু নিহত হয়েছে। ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

নিহত শাওন মন্ডল উপজেলার চন্ডিবরদী গ্রামের  শইলেন মন্ডল ছেলে। আহতরা হলেন শইলেন মন্ডল (৪০) ও তার স্ত্রী মনিকা মন্ডল (২৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় ঘটে এ দূর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, নিমতলা থেকে একটি রিকশা কুচিয়ামোড়ার দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা মাওয়াগামী একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলে একটি শিশু  নিহত হয়। ঘটনায় তার বাবা ও মা গুরুতর আহত হয়। ঘাতক পিকআপ চালক  পিকআপটিকে আটক করা হয়েছে। আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *