৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ সকল প্রস্তুতি গ্রহণ করছে।
জেলার সার্বিক নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ এবং জেলার সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদানের জন্য মাননীয় নির্বাচন কমিশনার মোঃ আলমগীর মুন্সীগঞ্জ সফর করেন। সফরকালীন সময়ে তিনি মুন্সীগঞ্জ জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিকাল ০৩:০০ ঘটিকায় অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুজাফর রিপন, বিপিএএ।