সর্বজনীন পেনশন স্কিমের ২১বুথ উদ্বোধন

সর্বজনীন পেনশন স্কিমের ২১বুথ উদ্বোধন
স্টাফ: মুন্সীগঞ্জে ভুমি অফিস, পৌরসভা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ২১টি সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদান সংক্রান্ত হেল্পডেক্স ও রেজিস্ট্রেশন বুথ চালু করা হয়েছে। আজ ২৯শে এপ্রিল মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বুথের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। জেলা প্রশাসক আবু জাফর রিপন বিপিএএ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন, মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, এনডিসি ওমর শরীফ ফাহাদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্যগনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। এই বুথের মাধ্যমে আগত সেবা প্রার্থীদের সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান/জিজ্ঞাসার জবাব প্রদান, জেলা প্রশাসনের তৈরি সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও আগ্রহী ব্যক্তিদের তাৎক্ষনিক সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার রয়েছে। হেল্প ডেক্সে সার্বক্ষনিক কর্তব্যে থাকবেন এ বিষয়ে প্রশিক্ষিত কর্মীগণ। বক্তারা বলেন, সকল শ্রেণির মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে পেনশন স্কিমের এই উদ্যোগের কথা উল্লেখ করে বক্তারা বলেন, ২০৪১ সালে স্বপ্নের সোনার বাংলার পথে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলছি। এই সুষম উন্নয়নের পথে কেউ পিছিয়ে থাকবে না। অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন এবং নাগরিকের নিরাপত্তা, শারীরিক-মানসিক সুস্থতা নিশ্চিতে এই স্কিম যুগান্তকারী ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *