মোঃ রুবেল: মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর নতুন সদস্য যাচাই বাছাই করা হয়েছে।
শনিবার মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর কার্যালয়ে সদস্য যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ও নির্বাহী সদস্য শাহীন হাসনাত। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ রুবেল, কোষাধ্যক্ষ আব্দুর রাকিব, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ দেওয়ান, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ হাসান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহ আলম, কার্যকরী সদস্য মোঃ আনোয়ার হোসেন।
নতুন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ও যাচাই বাছাই শেষে ৮৬জনকে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসেবে চুড়ান্ত করা হয়।