সংগ্রাম অনলাইন: বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যেই সংখ্যানুপাত পদ্ধতি উপস্থাপন করেছে। কেয়ারটেকার সরকার পদ্ধতি যেমন নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতার নিশ্চিত করেছিল এই পদ্ধতিও গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাস্তানির রাজনীতি ,গুন্ডামির রাজনীতির অবসান ঘটে যাবে যদি এই পদ্ধতি কার্যকর হয়। জামায়াত কাউকে ঠেকানোর জন্য, কাউকে আগানোর জন্য রাজনীতি করে না জামায়াত রাজনীতির গুণগত পরিবর্তন চায় ।
আজ শনিবার (১৯ অক্টোবর) জামালপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডঃ ছামিউল হক ফারুকী, অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, টাঙ্গাইল জেলার সাবেক আমির অধ্যাপক আব্দুল হামিদ,বর্তমান আমির আহসান হাবীব মাসুম।
জামালপুর জেলার ভারপ্রাপ্ত আমির আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রশিবির নেতা ময়েজ উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অধ্যাপক সুলতান মাহমুদ, জেলা কর্মপরিষদ সদস্য, থানা আমির ও সেক্রেটারির বৃন্দ।