১  লাখ ৮০ হাজার টাকা গায়েব মুন্সিগঞ্জ ডাকঘর থেকে

স্টাফ রিপোর্টার্স:মুন্সিগঞ্জ শহরস্থ প্রধান ডাকঘরে গ্রাহকের এক লাখ আশি হাজার টাকা গায়েবের ঘটনা ঘটেছে।একজন গ্রাহকের একাউন্টে উক্ত টাকা জমার আগেই তার হদিস মিলছেনা।ডাকঘর কর্মকর্তা বিকাশ চন্দ্রের ড্রয়ার থেকে উক্ত টাকা গায়েব হবার ঘটনাটি ঘটেছে।ফলে জমা হলোনা গ্রাহকের টাকা তার একাউন্টে।ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১ টায় মুন্সিগঞ্জের শহরস্থ প্রধান ডাকঘরে।
কি করে প্রতারক চক্রের সদস্য ডাকঘরের ক্যাশ কাউন্টারের ভেতরে ডুকে এমন দুর্ধর্ষ কান্ড ঘটালো তা বিস্ময় তৈরী করেছে। উপস্থিত অনেক গ্রাহক ডাক ঘরের দুর্বল ব্যবস্থাপনাকে নিয়েে প্রশ্ন তুলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান,সকাল ১১টার দিকে ডাকঘরের কর্মচারী তোফাজ্জল হোসেন রানার আত্মীয় এক লাখ আশি হাজার টাকা জমা দেয়ার জন্য শহরস্থ প্রধান ডাকঘরে আসেন এবং টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ডাকঘরের কর্মচারী বিকাশ চন্দ্রের কাছে দেন তার একাউন্টে জমা দেয়ার জন্য।পরে তিনি চলে যান।এ সময় বিকাশ চন্দ্র ব্যস্থতার এক ফাঁকে টাকা ড্রয়ারে রেখে পাশের টেবিলে গেলে দুই প্রতারক চক্রের একজন তা নিয়ে দ্রুত বের হয়ে যায়।যা সিসি ক্যামেরায় ধরা পড়ে।।সিসি ক্যামেরায় দুই প্রতারক সদস্যকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায়।পরে তাদের এক সদস্য এই কান্ড ঘটায় বলে তিনি জানান।এ বিষয়ে পোষ্ট মাস্টারের সাথে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *