মুন্সীগঞ্জে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি স্বপন, সম্পাদক জাকির
মো. মাসুম, টঙ্গিবাড়ী প্রতিনিধি:বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনী সভায় সর্বসম্মতিক্রমে হাজ্বী আয়নাল হক স্বপনকে সভাপতি ও মো. জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ ডিসি পার্ক সংলগ্ন বৈজয়ন্তী রেস্টুরেন্ট অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আয়নাল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে এবং সকল সদস্যের উপস্থিতিতে ২০২৫-২০২৬ সালের ২ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন নব নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. সাইফুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাজ্বী মো. আহসানউল্লাহ, সহ সভাপতি মো. মিজানুর রহমান, সহ সভাপতি মো. নজরুল ইসলাম, সহ সভাপতি মো. ফারুক ঢালী, সহ সভাপতি মো. আক্কাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. ফজলুর রহমান সাগর, প্রচার সম্পাদক মো. অনিক শেখ, দপ্তর সম্পাদক মো. মিজান, কার্যকরী সদস্য মো. শহীদুল ইসলাম, মো. কাউসার আহম্মেদ, হাজ্বী মনির হোসেন, মো. জাকির হোসেন, মো. শাহ আলম, মো. স্বপন মাঝি, মো. ইয়ার হোসেন মোল্লা, মো. রফিকুল ইসলাম কবির।
অনুষ্ঠানে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।