মুদি, মিষ্টির দোকান ও কনফেকশনারি প্রতিষ্ঠানকে হাজার টাকা জরিমানা

কাজী আনসার: অদ্য ৩০/১০/২০২৪ তারিখ বিকাল চারটা থেকে বিকাল পাচটা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কর্তৃক মুন্সীগঞ্জ সদরের মদিনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় মুদি, মিষ্টির দোকান ও কনফেকশনারি প্রতিষ্ঠান সমূহে তদারকি করা হয়।
মিষ্টির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় নারায়ণ সরকার কে এক হাজার টাকা জরিমানা, এবং কৃষি বিপণন লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় মো: রিফাত কে এক হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ পারভেজ ।

আজকে টাস্কফোর্সের নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ পারভেজ, এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আসিফ আল আজাদ , প্রানীসম্পদ কর্মকর্তা জনাব ডা: ফারুক আহমেদ, শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম হাসান ও মাহমুদা আফরিন রজনি এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *