মুন্সীগঞ্জ প্রতিনিধি: “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যবিরোধী বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার মুন্সীগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে। এউপলক্ষে সকাল ১১ টায় জেলা সমবায় ইউনিয়ন ও সমবায় বিভাগেরর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কালেক্টরেট মাঠ থেকে শুরু করে পতাকা ৭১ চত্ত্বর
ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে শেষ হয়।র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির অথিতি হিসেবে উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউর গনি ওসমানী, জেলা সমবায় সমিতির অফিসার আবু জাফর মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ,জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মোঃ মোখলেছুর রহমান খোকন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল,
সদর উপজেলা সমবায় অফিসার মো.রেজাউল বারীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমবায় ও বিভিন্ন ইউনিয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ প্রমুখ