স্টাফ রিপোর্টার: আলু চাষাবাদের ভরা মৌসুমে সার ও আলুবীজ নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন মুন্সীগঞ্জের অঞ্চলের কৃষক। সার সংগ্রহ করতে গিয়ে চাষিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সঙ্গে গুনতে হচ্ছে বেশি টাকা। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা দোকান থেকে অধিকাংশ সার ও আলুবীজ চড়া দাম নিচ্ছেন।
এ ক্ষেত্রে তারা অসহায়। মুন্সীগঞ্জেরএলাকার আলু চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে আলুর চড়া দামের কারণে এবার আলু আবাদের লক্ষ্যমাত্রা বেড়েছে। এ কারণে আলুবীজ সংকটের মধ্যে এবার চাষিদের সার কিনতে হিমশিম খেতে হচ্ছে। কোথাও চাহিদামতো সার পাচ্ছেন না তারা। ক্ষেত্রবিশেষে বস্তা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা করে বেশি দিয়ে সার সংগ্রহ করতে হচ্ছে তাদের। ফলে আলু আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আলুবীজ সংকটের মধ্যে এবার চাষিদের মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাজার মনিটরিং চলাকালে বীজ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়েছে। শনিবার বিকালে উপজেলার টঙ্গীবাড়ি বাজার এ ঘটনা ঘটে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু টঙ্গীবাড়িতে বাজার দোকান মনিটরিং করার সময় বাজারে থাকা বীজ ব্যবসায়ীরা সংবাদ পেয়ে তাৎক্ষনিক দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু উপস্থিতিতে কয়েকজন কৃষক বীজ আলু ব্যবসায়ী মহাদেব ঘোপের দোকান থেকে ন্যার্য্য মূল্যে বীজ আলু ক্রয় করেন। এ অভিযানে সহযোগিতা করেন ক্যাব ও টঙ্গীবাড়ি থানা পুলিশ।