কাজী আনসার: ১৮/১২/২০২৪ তারিখ বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে পাচটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ সদরের সিপাহিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গাউছিয়া কেক এন্ড পেস্ট্রি নামক প্রতিষ্ঠানে মনিটরিং কালে দেখা যায় যে, প্রতিষ্ঠানটিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি করা হচ্ছে, কাপ কেক ও পেস্ট্রি তে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি উল্লেখ করা হচ্ছে না।
প্রতিষ্ঠান টিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কেক তৈরি করবার ও সঠিকভাবে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও এম আর পি উল্লেখ করবার নির্দেশনা দেয়া হয়। প্রতিষ্ঠান টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: সামির হোসাইন সিয়াম, বাজার কর্মকর্তা জনাব এ বি এম মিজানুল হক ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম।