কাজী বিপ্লব হাসান : ২১শে ফেব্রæয়ারি ‘আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ উপলক্ষে মুন্সীগঞ্জ সরকারি গণগ্রন্থাগার শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। আজ ১৯ই ফেব্রæয়ারি দুপুর ১২টায় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তন রুমে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। মুন্সীগঞ্জের বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। ক ও খ গ্রæপে সর্বমোট ১৩০ জন প্রতিযোগি এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের কলরবে ভরপুর হয়ে উঠে গণগ্রন্থাগারের হল রুমটি। দুপুর ২টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। মুন্সীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এসএম জহিরুল ইসলামের পরিচালনায় এবং সহকারি স্টাফ অন্তু সাহা ও প্রিয়া বসাক এর সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিযোগিরা তাদের মনের মতো করে নিজ মাতৃভূমির প্রতিকৃতি তুলে ধরে তাদের খুদ্র হাতে চিত্রাঙ্কন দ্বারা।