জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা

০৮/০৪/২০২৫ তারিখ দুপুর একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার জোড়পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিভিন্ন মুদি ও কনফেকশনারি দোকান সমূহে মনিটরিং করা হয়। পণ্যের মূল্যতালিকা এবং পণ্য ক্রয়ের রশিদ যাচাই করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করতে নির্দেশনা দেয়া হয়।

মর্তুজা স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। দোকানটিকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
সাদিয়া কনফেকশনারি তে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য দোকানে প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে । দোকানটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

০৯/০৪/২০২৫ তারিখ দুপুর একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারে অভিযান পরিচালনা করা হয়।

বাজারের মিষ্টির দোকান সমূহে মনিটরিং করা হয়। মিষ্টির মূল্য তালিকা যাচাই করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করতে নির্দেশনা দেয়া হয়।

মহাগুরু মিষ্টান্ন ভান্ডারে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে। দোকানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় মিষ্টি তৈরি করবার নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *