মুন্সীগঞ্জ জমির জমা সংক্রান্ত বিষয়ে সালিশি যাওয়ার হামলা আহত, চলাচলের রাস্তা বন্ধ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলা বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া গ্রামে জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার আটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া এলাকার দীন ইসলাম এবং হুমায়ুন কবির মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার জন্য শনিবার বসেছিলো । একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনা আহতরা হলেন পান্না আক্তার(৪২), নজরুল ইসলাম (৪৮), দিদার (৩৬), ময়না আক্তার (৩৬), ও মোঃ হারুন (৪০)
এ বিষয়ে জানতে চাইলে দীন ইসলাম বলেন, ‘আমাদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা করেছে হুমায়ুন কবির ও কাদির মাদবর লোকজন। আমি ও আমার দুই বোন ভাইদের ওপর হামলা চালায়। রবিবার সকালে আমাদের বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। পরে হাতিমারা পুলিশ ফাঁড়ি পুলিশ এসে আমাদেরকে চলাচলের ব্যবস্থা করে দেয় ।
তবে হুমায়ুন কবির বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার মুরুব্বিদের সাথে মীমাংসায় বসে ছিলাম। কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। আমরা কোন চলাচলে রাস্তা বন্ধ করিনি।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি আলম বলেন,অভিযোগটি তদন্ত করে আইনানক ব্যবস্থা নেওয়া হবে।