কাজী বিপ্লব হাসান : মুন্সীগঞ্জে “জেলা প্রশাসক গোল্ড কাট ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ই ফেব্রæয়ারি ২০২৪ মঙ্গল বার দুপুর ৩টায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব সাবিরুল ইসলাম। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু জাফর রিপন বিপিএএ এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আসলাম খান, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছুজ্জামান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হিরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশারাফুর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সোহেল রানা রানু, মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম, গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, সিরাজদীখান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মঈনুল হাসান নাহিদ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার। এছাড়া মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ স্টেডিয়ামে উপস্থিত থেকে উদ্বোধনী টুর্নামেন্ট উপভোগ করেন। শান্তির পায়রা উড়িয়ে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম উক্ত গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া মানুষের শারীরিক ও মানষিক চৈতন্যে বিকাশ ঘটায়। ইদানিং শিশু কিশোররা নিয়মিত খেলতে পারছেনা কারণ তারা খেলার জন্য মাঠ পাচ্ছেনা। বাধ্য হয়েই কম্পিউটারের মাধ্যমে তাদের খেলতে হয়। এতে তাদের মানষিক চাপ বৃদ্ধি পায় এবং মানষিক শক্তি কমে যায়। তাছাড়া সকল শিক্ষার্থীর জন্যই পড়া শোনার পাশাপশি খেলাধুলার নিয়মিত চর্চা থাকতে হবে। এটা তাদের মানষিক বিকাশে সহায়তা করে। এটা না হলে কিশোর ও যুবকরা মাদকের মতো মারাত্মক নেশা জাতীয় দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে খেলার মাঠ সংযোগ করছেন যাতে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা চর্চা করতে পারে। তাতেই ভবিষ্যতে এই কিশোরদের মধ্যে থেকেই অনেক বড় বড় খেলোয়ার তৈরি হবে। যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বিশ^কাপ ফুটবল ও ক্রিকেট খেলার জন্য নিজেদের তৈরি করতে পারবে। তাই খেলায় আগ্রহী সকল কিশোর ও যুবকদের উৎসাহ দিচ্ছি নিয়মিত খেলার জন্য।