কাজী আনসার: সরকারি হরগঙ্গা কলেজে অনার্স ভর্তি পরীক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্রশিবির, ছাত্রী সংস্থা।
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ছাত্রী সংস্থা সরকারি হরগঙ্গা কলেজ শাখা।
পরীক্ষার দিন সকাল থেকেই কলেজের পাশে স্থাপন করা হয় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক। সেখানে স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের সিট প্ল্যান দেখিয়ে দেওয়া, কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা, কলম, পানির বিতরণ ব্যবস্থা এবং অভিভাবকদের জন্য ছায়াঘেরা বসার জায়গাসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন।
কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ জানান, “নির্বিঘœ ও স্বস্তিকর পরিবেশে শিক্ষার্থীরা যেন পরীক্ষা দিতে পারে, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পাশে থাকা ছাত্রশিবিরের দায়িত্ব ও অঙ্গীকার”।
পাশাপাশি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক মুজাহিদ, হরগঙ্গা কলেজ শাখার ইসমাইল।
ছাত্রদল মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ শাখার আশরাফুল ইসলাম, মোঃ হিমেল, রাফসান রাফি, সিদ্দিকুর রহমান।
অনেক অভিভাবক ও শিক্ষার্থী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন একটি সময়ে এই সেবামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভাবিষৎতে ভার্তি পরিক্ষার সময় হেল্পডেক্স পরিচালনা করবে বলে মনে হয়।
উল্লেখ্য, শিক্ষার্থীবান্ধব ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রশিবির প্রতি বছরই ভর্তি পরীক্ষার সময় এমন হেল্প ডেস্ক পরিচালনা করবে ইনশাআল্লাহ ।