মুন্সীগঞ্জ পল্টুন থেকে ধলেশ্বরীতে পড়ে ১ যুবক নিখোঁজ

তুষার আহাম্মেদ –  মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করা একটি যাত্রীবাহী লঞ্চের যাত্রী ঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ রয়েছে এক যাত্রী। রবিবার দিবাগত রাত ২ টার দিকে ওই ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রী রফিকুল ইসলাম (৩০) ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নিখোঁজ যাত্রীর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলার তজুমদ্দিন থেকে ঢাকা সদরঘাটের উদ্দ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ ফারহান-৩। রবিবার দিবাগত রাত ২ টার দিকে যাত্রা বিরতিতে মুন্সিগঞ্জ লঞ্চঘাট নোঙর করে।এ সময় লঞ্চের অপর যাত্রী সোহেলকে এগিয়ে দিতে লঞ্চ থেকে ঘাটে নামেন নিখোঁজ রফিকুল ইসলামসহ কয়েকজন। সোহেলকে এগিয়ে দিয়ে ফিরে লঞ্চে উঠার সময় রফিকুল পন্টুন থেকে নদীতে পড়ে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ‘সকাল থেকে নিখোঁজের সন্ধানে ডুবুরী দল কাজ করছে। উদ্ধার অভিযান চলছে। তবে এখন পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।’
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ শাখার সহকারি পরিচালক মো. কামরুল হাসান জানান, ‘প্রত্যক্ষদর্শীদের দেখানো জায়গাটিতে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস ডুবুরী টিম উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে নদীর গভীরতা প্রায় ১২০ ফিট এবং তীব্র স্রোত থাকায় অভিযান  কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *