কাজী মো. : মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় ১৩ জন নারীকে মোট ৪ লাখ ৬৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আজ ০১ লা জুলাই মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬ জন নারী পেয়েছেন জন প্রতি ৫০ হাজার টাকা করে এবং বাকি ৭ জন পেয়েছেন জন প্রতি ২৫ হাজার টাকা করে। এই ঋণ কার্যক্রমের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই বাস্তবায়িত হচ্ছে এ কর্মসূচি। অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) একেএম হাসানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি ফাতেমাতুল জান্নাত বলেন, এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।